• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

টুটুল কে এমপি হিসেবে দেখতে   চান  তৃণমূলের  জনগন  

  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০২৩

সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ষতই গুনিয়ে আসছে নির্বাচনি হাওয়া ততই উত্তাপ হচ্ছে।  মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের  একাধিক  প্রার্থী থাকলেও তৃণমূল মানুষের  মাঝে টুটুলের আওয়াজ শোনা যাচ্ছে জুড়ে শোড়ে  ।  টুটুল  একজন ক্লীন ইমেজ সম্পূর্ণ,  সৎ, ধার্মিক,  কালজয়ী সজ্জন শীল সাংগঠক, তাকেই  নৌকার  মাঝি  হিসেবে দেখতে  চান তৃণমূলের মানুষ ।   

এখন জনগনের  মাঝে সাবেক যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পুরস্কার প্রাপ্ত  ক্রীড়া বিদ  দেওয়ান সফিউল আরেফিন টুটুলকে নিয়েই যত গুঞ্জন  । তিনি পরপর তিনতিনবারের  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, হয়েছেন বিসিবির  মতগুরুত্বপূর্ণ  প্রতিষ্ঠানের পরিচালক ।   সততা ও আর্দশতার সাথে দায়িত্ব  পালন করে তিনি  উদাহরণও  সৃষ্টি করেছেন ক্রীড়া অঙ্গন কিংবা রাজনৈতিক  অঙ্গনেও   । 

দীর্ঘ দিন  দলের দূর্দিনে  রাজপথে থেকে তৎকালীন শাসকগোষ্টি বিএনপির  বিরুদ্ধে  লড়াই ও  সংগ্রাম  করেছেন তিনি । এজন্য   তাঁকে  নির্যাতন হামলা মামলা শিকার হয়ে,  কারাভোগও করতে হয়েছে যথেষ্ট ।  দীর্ঘ  দিনের পথ পরিক্রমাই এক সেকন্ডের জন্যও  দলের আদর্শ থেকে   বিচলিত  হননি তিনি।  পচাত্তর  পরবর্তী   আওয়ামী লীগের  যে কোন ক্রাইসিস মূহুর্তে  মাঠে থেকে দলের  মঙ্গলে     কাজ করেছেন টুটুল।  সকল শ্রেনী পেশার মানুষের  কাছে তিনি একজন আপাদমস্তক  ভাল চরিত্রের ব্যক্তি। তাকেই  তৃণমূল  মানুষ এমপি হিসেবে দেখতে চায়। 

এ ব্যাপারে মানিকগঞ্জ-২ আসনের নৌকার মনোনয়ন  প্রত্যাশি  দেওয়ান সফিউল আরেফিন টুটুল  বলেন  আজীবন  বঙ্গবন্ধুর  আর্দশ কে বুকে ধারণ করে  মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী  শেখ হাসিনার  উন্নয়নের সারথি  হয়ে  দুঃখীমানুষের  কাজ করে  যেতে চায়।    তিনি আরো বলেন,সাধারণ ভোটাররা নৌকার সাথেই  আছে। ভিনদেশী  কোন অপশক্তি কাজে আসবে না।  নৌকার বিজয় সুনিশ্চিত  ইনশাআল্লাহ। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads